শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

কংগ্রেসম্যানদের ইফতার মাহফিল

প্রতিদিন ডেস্ক

এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে মুসলিম সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সব কংগ্রেসম্যান অংশ নিলেন। ২০ মে ক্যাপিটল হিলের এ মাহফিলে কংগ্রেসম্যানদের স্টাফরাও অংশগ্রহণ করেন। হোস্ট ছিলেন কংগ্রেসওম্যান ইলহান ওমর এবং রাশিদা তাইয়্যেবা ও কংগ্রেসম্যান আন্দ্রে কারসন। ন্যাশনাল সিভিল রাইটস অর্গানাইজেশন ছিল সার্বিক সহযোগিতায়। খবর এনআরবি নিউজের।

স্বাগত বক্তব্যে মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা বলেন, আজকের এ মাহফিলের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই মাহফিলের মধ্য দিয়ে সারা আমেরিকার বিরাট একটি জনগোষ্ঠীর ধর্মীয় চেতনা এবং এই দেশের প্রতি তাদের গভীর মমত্ববোধের ব্যাপারে অবহিত হলেন কংগ্রেসের সদস্যরা। কারণ, এই জনগোষ্ঠীকে ধর্মীয় বিদ্বেষকমূলকভাবে কেউ কেউ টার্গেট করেছেন, কেউ ঘৃণাকে উসকে দিচ্ছেন। আজকের এ সমাবেশের মধ্য দিয়ে আমরা সবাই ওই ধরনের অন্যায়-অবিচার রুখে দেওয়ার সংকল্প গ্রহণ করলাম। উল্লেখ্য, গত সোমবার হোয়াইট হাউসে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির কেউই ছিলেন না। ট্রাম্পের ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ এবং এক ধর্মের ও বর্ণের মানুষকে আরেক ধর্ম ও বর্ণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ঘটনাবলির পরিপ্রেক্ষিতে কেউই তার আমন্ত্রণে সাড়া দেননি। অথচ প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমল থেকেই প্রতি বছর নিয়মিতভাবে হোয়াইট হাউসে ইফতার মাহফিল হয়ে আসছে। গত বছরও মার্কিন মুল্লুকে মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ ট্রাম্পের ইফতার বর্জন করেছিলেন।

সর্বশেষ খবর