শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

কবি নজরুলের আজ ১২০তম জন্মবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

কবি নজরুলের আজ ১২০তম জন্মবার্ষিকী

গান ও কবিতায় মানুষের জয়গান গাওয়া দ্রোহ, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের আজ ১২০তম জন্মবার্ষিকী। ১৮৯৯ খ্রিস্টাব্দ ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজীবন তিনি সাম্যের জয়গান গেয়েছেন। একাধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার এই কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে কবিকে একুশে পদকে ভূষিত করা হয়। ওই বছরই কবির স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, ছায়ানট ও শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করবে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নজরুলজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে। চ্যানেল আই বরাবরের মতো আয়োজন করেছে নজরুল মেলার। নজরুলজয়ন্তী উপলক্ষে জাতীয় দৈনিকগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র। সরকারি-বেসরকারি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।
ত্রিশাল : ময়মনসিংহ প্রতিনিধি জানান, বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কবির জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ছাড়াও জেলা প্রশাসন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল স্মৃতি কেন্দ্র পৃথকভাবে তিন দিনব্যাপী কর্মসুচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন ২৫ মে বিকাল ৩টা থেকে কর্মসূচি শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও নজরুল একাডেমির মাঠে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী নজরুল মেলার।

 

সর্বশেষ খবর