বুধবার, ২৯ মে, ২০১৯ ০০:০০ টা

মেয়র আতিককে মন্ত্রী, খালেক-লিটনকে প্রতিমন্ত্রীর মর্যাদা

এবারও পেলেন না নাছির পাননি সিলেটের মেয়রও

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি, রাজশাহী এবং খুলনা সিটি করপোরেশনের মেয়রকে যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। গতকাল এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে এখন থেকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী এবং রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। এদিকে তিন সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হলেও এ যাত্রায়ও কোনোরকম মর্যাদা পাননি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্য সিটি মেয়ররা। এ নিয়ে ওই সিটি করপোরেশনগুলোতে মেয়রদের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ক্ষোভ-অসন্তোষ আছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রী এবং রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। তারা তিনজন স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে সরকার নির্ধারিত পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককেও সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল। ওই সময়ই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল সরকার। তারা এই পদমর্যাদা ভোগ করছেন। দেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশেন রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, খুলনা এবং নারায়ণগঞ্জ ছাড়া আর কোনো সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়নি। সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদার বিষয়ে কিছু উল্লেখ নেই। তাই, মর্যাদা দেওয়া বা না দেওয়া সরকারের মর্জির ওপর নির্ভর করে। যেসব মেয়রের পদমর্যাদা নির্ধারিত নেই, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের প্রটোকল নিয়ে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয় বলে জানান সিটি করপোরেশন সংশ্লিষ্টদের। মূলত এ কারণেই ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদর্যাদা নির্ধারণ করে দিল সরকার।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ায় রাজশাহীবাসী খুশি ও আনন্দিত।

 

সর্বশেষ খবর