বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়া আগের চেয়ে ভালো, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘আগের চেয়ে অনেক ভালো আছেন’ বলে জানিয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ। গতকাল সকালে হাসাপাতালে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক এ কথা জানান। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি গ্রেজুয়ালি ইম্প্রুভিং। তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ক্রনিক ডিজিজেস, এগুলো একটু সময় লাগে, খুব স্লো ইম্প্রুভ হয়। ডায়াবেটিস, আর্থারাইটিসসহ অন্যান্য যে দুর্বলতা ছিল এগুলো অনেক উন্নতি হচ্ছে।’

সংবাদ সম্মেলনে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করীম, উপ-পরিচালন ডা. খুরশেদ আলম, সহকারী পরিচালক বেলাল সরকার ও সরকার গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকার উপস্থিত ছিলেন। গত ১ এপ্রিল থেকে এই হাসপাতালের কেবিন ব্লকের একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতাল পরিচালক ডা. মাহবুব বলেন, ‘আমি তো প্রতিদিন যাই না। আমার বোর্ড প্রতিদিন যায়। যত দিন আমি তার কাছে গেছি, তিনি সহজ সানন্দে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসি দিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। কখনো তার মধ্যে আমরা দেখেনি যে, তিনি একটু এনোয়েড হয়েছেন, আমাদের ওপর আন সেটিসফাইড।’ খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিনা প্রশ্ন করা হলে বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে। তিনি ইনসুলিন নিচ্ছেন। ডায়াবেটিসের ওষুধ মুখেও গ্রহণ করছেন। আর্থারাইটিসের ব্যথা অনেক কমে গেছে। তার দুর্বলতা এখন নেই। নতুন কোনো সমস্যার কথা এখন বলেননি। ভালো আছেন। কিছুদিন আগে তার (খালেদা জিয়া) জিহ্বায় ঘা হয়েছিল। এটাকে ‘ফাঙ্গাস ইনফেকশন’ বলে। এটা সেরে গেছে, ৯০%। এখন তিনি নরমাল খাবার খাচ্ছেন। তিনি রোজা রাখছেন। ছোলাসহ অন্যান্য ইফতারের আইটেমগুলো খাচ্ছেন। তার চয়েজ মতো ইফতারের আইটেমগুলো দেওয়া হচ্ছে। ফাতেমা সেগুলো রান্না করে দেন। কেবিনের পাশে ছোট একটা কিচেন আছে সেখানে চুলা আছে।’

গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে নিয়ে বেশ কয়েকদিন আগে মিডিয়াতে বলা হয়েছিল তিনি জীবন-মরণ সন্ধিক্ষণে। আসলে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাদের মেডিকেল বোর্ড ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করেই, ওই সংবাদ মনগড়া, ভুল তথ্য। তার শারীরিক অবস্থা ভালো।’

খালেদা জিয়া ভালো আছেন বলে আপনি বলছেন। তাহলে কবে নাগাদ তাকে কারাগারে নেওয়া হবে প্রশ্ন করা হলে হাসপাতাল পরিচালক বলেন, ‘কারা কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদেরকে কিছু বলেননি। আসলে আমরা চাচ্ছি, বিএনপি চেয়ারপারসন সেটিসফেকশন হয়ে নিজেই বলুন, তিনি ভালো আছেন। হাসপাতালে থেকে কারাগারে ফিরে যেতে চান। আমরা সেটাই চাই। আমরা কোনো রকমের প্রেসার ক্রিয়েট করছি না যে, আপনি চলে যেতে পারেন বা যান।’ খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকার বলেন, ‘সি ইজ ফাইন, সি ইজ ইম্প্রেজিং।’

সর্বশেষ খবর