শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

নতুন যুদ্ধাপরাধের অভিযোগ মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে

প্রতিদিন ডেস্ক

রাখাইন রাজ্যে নতুন করে ভিন্ন জাতিগোষ্ঠীর অধিবাসীদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ সংঘটন’ করছে বলে অভিযোগ উঠেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ অভিযোগ করেছে। সূত্র : বিবিসি।

গত বুধবার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় অ্যামনেস্টির আঞ্চলিক পরিচালক নিকোলাস বেকেলিন এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের সঙ্গে হওয়া সহিংসতায় পুরো পৃথিবীর মানুষ ক্ষোভ প্রকাশ করলেও ওই ঘটনার দুই বছর না  পেরোতেই নতুন করে ভিন্ন জাতিগোষ্ঠীর ওপর রাখাইন রাজ্যে আবারও ভয়াবহ অত্যাচার চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে হামলার শিকার হওয়া এলাকার মানুষের সঙ্গে কথা বলে এবং নানারকম ছবি, ভিডিও এবং স্যাটেলাইট থেকে পাওয়া ছবি যাচাই করে প্রতিবেদন তৈরি করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনে অন্তত ৭টি হামলার তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে,  যেগুলোতে অন্তত ১৪ জন বেসামরিক ব্যক্তি মারা গেছেন এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। এ ছাড়া নির্যাতন, গুম এবং গণগ্রেফতারের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

সর্বশেষ খবর