শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

জনসংহতির কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে পাহাড়ি সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্নেহাশিস চাকমা ওরফে ভবতাং (৪৫) নামের এই কর্মীকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর ইয়ারাংছড়ির র‌্যাংকাইজ্জা গ্রামে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১০-১২ জনের একটি সশস্ত্র গ্রুপ তাকে সামনে পেয়ে গুলি করে। ঘটনাস্থলেই ভবতাংয়ের মৃত্যু হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামান্ত জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথ   বাহিনী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে ব্রাশফায়ারের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ এদিকে এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে। যৌথ বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে।

সর্বশেষ খবর