রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদে ভাড়া নৈরাজ্য

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় সড়ক, নৌ ও আকাশপথে অতিরিক্ত ভাড়া আদায়ের  নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রা পর্যবেক্ষণ শেষে গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, সড়কপথে হাতেগোনা কয়েকটি রুট ছাড়া প্রায় সবকটি রুটেই যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হচ্ছেন। নৌপথে লঞ্চের কর্মচারীরা ডেকশ্রেণির যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। আবার টিকিটেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। আকাশপথে কোনো কোনো রুটে ঈদযাত্রার টিকিটে ৩ থেকে ৪ গুণ বাড়তি দাম দিতে হচ্ছে। তবে বিবৃতিতে কোনো রুটের নাম উল্লেখ করা হয়নি। বিবৃতিতে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে রেলপথের যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক  চৌধুরী বিবৃতিতে স্বীকার করেন যে, বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি ভালো থাকায় বাসের ট্রিপসংখ্যা বেড়েছে, নৌপথে বেশকটি নৌরুটের ড্রেজিং সম্পন্ন হওয়ায় নৌরুটেও এর সুফল মিলেছে। এ ছাড়া ভাড়া নৈরাজ্য রোধে সড়ক, নৌ ও রেলপথে বিভিন্ন সংস্থার তৎপরতা থাকলেও আকাশপথে ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বা অন্য কোনো সংস্থার তৎপরতা দেখা যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর