শিরোনাম
সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বড় ঈদ জামাতে তিন স্তরে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

দেশের বড় ঈদ জামাতগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বড় বড় জামাতে সাদা পোশাকে, ইউনিফর্মে এবং ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিতদের ঈদ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন। জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনো বলিনি এদের মূল উৎপাটন শেষ করে ফেলেছি। এরা দেশি ও বিদেশি চক্র। সবসময় চক্রান্তে লিপ্ত হয়। তবে বড় ধরনের কোনো আক্রমণ করতে সক্ষম হবে না। এরপরও আমাদের গোয়েন্দারা সব সময় সজাগ রয়েছে। যারা ইসলামের ভালো চায় না, তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ দেশের জনগণ তাদের চায় না, তাদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হোক তা-ও না। তিনি বলেন, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাত আয়োজন করে তাহলে তাদেরও নিরাপত্তা দেওয়া হবে। এ দেশের জনগণ কোনো সহিংসতা চায় না। সবাই মিলেমিশে বসবাস করতে চায়। একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়। যারা মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের শিগগিরই শনাক্ত করে ধরা হবে। তাদের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে। রাজধানী থেকে স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছে। এবার সড়কে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। সড়ক-মহাসড়কগুলোতে আগের তুলনায় ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষদের ঈদ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর