মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রস্তুত রাজধানীর বিনোদন স্পট

মোস্তফা কাজল

ঈদ বিনোদনের জন্য রাজধানীর সব বিনোদন কেন্দ্র নানা প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে রংচং এবং ঝেড়ে-মুছে পরিষ্কার করা হয়েছে স্পটগুলো। অনুষ্ঠানমালার জন্য নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত বছরের মতো এবারের ঈদেও স্থানগুলোতে থাকবে বিনোদন পিপাসু মানুষের ব্যাপক বিচরণ। গতকাল এসব স্থান ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঢাকার জাতীয় চিড়িয়াখানায় ভিতরের সংস্কার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অন্যান্য বিনোদন কেন্দ্রেও ছোটখাটো সংস্কারসহ ঈদের ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার বিনোদন কেন্দ্রে ঈদ উপলক্ষে থাকবে কঠোর নিরাপত্তা বলয়। ঈদের দিন থেকে শুরু করে ৫ দিন জাতীয় চিড়িযাখানা দর্শনার্থীদের জন্য সকাল ১০টায় খোলা হবে। খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ বিষয়ে জু অফিসার ওলিউর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও ঈদে শিশুদের আনন্দ দিতে এখানে কাজ করে আমরা আনন্দ বোধ করি। এ ছাড়া এবার চিড়িয়াখানার ভিতরে বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ক্যান্টিনে থাকবে খাবারের বিশেষ ব্যবস্থা। শাহবাগের বড় বিনোদন কেন্দ্র জাতীয় জাদুঘর। ঈদের দিন অবশ্য জাতীয় জাদুঘর খোলা থাকছে না। জাদুঘরের আয়োজন শুরু হবে ঈদের পরের দিন থেকে। ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর ও জাদুঘরের অধীনস্থ সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘরে ঈদের পরের দুই দিন বিনামূল্যে দেখানো হবে দুটি চলচ্চিত্র। জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুটি পূর্ণদৈঘ্য চলচ্চিত্র বিনা মূল্যে জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন। ঈদের পরের দুই দিন দুপুর আড়াইটা ও বিকাল ৫টায় চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর শিশুদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করবে। ঢাকার অদূরে বাইপাইলে অবস্থিত ফ্যান্টাসি কিংডম বিনোদন পিপাসুদের একটি পছন্দের জায়গা। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ঈদ উপলক্ষে ১০ দিনের বিশেষ সময়সূচি গ্রহণ করেছে ফ্যান্টাসি কিংডম। ঈদের পরের দিন থাকবে ঈদ কনসার্ট। গাজীপুরে অবস্থিত নন্দন পার্কেও বিনোদনের খোঁজে প্রায়ই ছুটে যান রাজধানীর মানুষ। ঈদ উপলক্ষে নন্দন পার্কে রয়েছে ৪ দিনের বিশেষ আয়োজন। ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন পার্ক খোলা থাকবে। এ ছাড়া ঈদের পর ৪ দিন বিকালে থাকবে জমজমাট সাংস্কৃতিক আয়োজন। ঈদের ছুটিতে পুরনো ঢাকার ওয়ারীতে অবস্থিত উদ্যান বলধা গার্ডেন, কোতোয়ালি এলাকার আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, সায়েদাবাদ এলাকার ওয়ান্ডার ল্যান্ড খোলা থাকবে। আরও খোলা থাকবে শ্যামলী শিশু পার্ক। জাতীয় সংসদ ভবন এলাকায়ও অনেকে আসবেন ঘুরে বেড়াতে। এসব বিনোদন কেন্দ্রের কয়েকটিতে টিকিট কেটে ঢুকতে হবে। এ ছাড়া পুরনো ঢাকার চকবাজার, ইংলিশ রোড, ধোলাইখাল, গে ারিয়ার ধুপখোলা মাঠ, যাত্রাবাড়ী, বাসাবো ইত্যাদি এলাকায় স্থানীয়ভাবে ঈদমেলার আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল থেকে শুরু হবে এসব মেলা।

সর্বশেষ খবর