মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা
কারাগারে খালেদা জিয়ার ঈদ

বাড়ির খাবার দেওয়ার অনুমতি চেয়েছেন স্বজনরা

শফিউল আলম দোলন

ঈদের দিন বেগম খালেদা জিয়াকে বাড়ির তৈরি খাবার দিতে কারা কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন তার পরিবারের সদস্যরা। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পরিবারের স্বজনদের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার কারা কর্তৃপক্ষের কাছে এ চিঠি দেন। সেখানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাকে বাড়িতে তৈরি বিশেষ খাবার দিতে চেয়েছেন পরিবারের সদস্যরা। গত বছর ঈদের দিন বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার পরও কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সারা দিন উপোস করেছিলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরও ঈদুল আজহা উপলক্ষে কারাগারে বিশেষ খাবার নিয়ে গিয়েছিলেন তার বড় বোন সেলিনা ইসলাম ও ভাই বউসহ স্বজনরা। কিন্তু কারা কর্তৃপক্ষ সে খাবার পাঠানোর অনুমতি না দেওয়ায় সারা দিন অপেক্ষা করেও ঈদের খাবার খেতে পারেননি বেগম খালেদা জিয়া। অবশেষে রাত ১২টার পর অনুমতি দিলেও ততক্ষণে তা খাবার অনুপযোগী হয়ে যাওয়ায় সেগুলো পার্শ্ববর্তী ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয় কারা কর্তৃপক্ষ। বেগম খালেদা জিয়াকে দিনভর সেদিন বাড়ির খাবার না দেওয়ার কারণ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কথা উল্লেখ করা হয়েছিল। একইভাবে দলের স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান এবিএম সাত্তার। আসন্ন ঈদুল ফিতরের দিন নেতারা বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে তাদের দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে চান। কারা কর্তৃপক্ষ অনুমতি দিলে পরিবারের সদস্য এবং দলীয় নেতারা দেখা করবেন। সেই অপেক্ষাতেই আছেন তারা। এ নিয়ে কারাবন্দী অবস্থায় পঞ্চম ঈদ কাটাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারের আমলে এ নিয়ে মোট তিনটি এবং তার আগে (২০০৭ ও ২০০৮) ওয়ান-ইলেভেন (ফখরুদ্দীন-মইনউদ্দিন) সরকারের আমলে আরও দুটি ঈদ কাটান তিনি।

সর্বশেষ খবর