মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

ঈদের দিন বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে এরই মধ্যে মানুষ গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে ঘরফেরত মানুষের ঈদ যাত্রায় বাধ সেধেছে বৃষ্টি।

শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে কখনো হালকা আবার কখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। যা শনি ও রবিবারও অব্যাহত ছিল। গতকালও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। আর আবহাওয়া অধিদফতরের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের দিনও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৭২ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদরা জানান, ঈদের দিন মৌসুমী বায়ুর প্রভাব না পড়লেও দেশে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে টেকনাফ পর্যন্ত মৌসুমী বায়ু চলে আসলেও বাংলাদেশে এর প্রভাব পড়বে না। আর বৃষ্টির প্রবণতা থাকবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ দেশের মধ্য, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে। তবে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক বৃষ্টিপাত কম হবে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াসহ প্রচুর বজ্রপাত হতে পারে। সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় একটানা বৃষ্টি হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর