শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকিং ব্যবস্থার সংস্কার প্রয়োজন

শেখ ফজলে ফাহিম

ব্যাংকিং ব্যবস্থার সংস্কার প্রয়োজন

দেশের ব্যাংকিং ব্যবস্থার বিজ্ঞানভিত্তিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আগামী দিনে অর্থনীতি আরও চাঙ্গা ও গতিশীল করতে কিছু পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যাংকের পদ্ধতি ও প্রক্রিয়াগত কারণে যেন কেউ ঋণখেলাপি না হয়। বাণিজ্য সুবিধার সেবাগুলো সহজ করতে হবে। ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীদের হয়রানি ও তাদের ব্যবসার খরচ যেন না বাড়ে এটা বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শেখ ফজলে ফাহিম আগামী অর্থবছরের বাজেটে নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা বা এসএমইদের জন্য একাধিক স্তরের ভ্যাট হারের কথা এফবিসিসিআই থেকে আমরা বলেছি। মধ্যআয়ের দেশের উপযোগী ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আমাদের বলেছেন, ব্যবসা সহজিকরণের ক্ষেত্রে নতুন ভ্যাট আইন কোনো বাধা হবে না। আয়কর আদায়ের ক্ষেত্রেও মধ্যআয়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার বিষয়টি বিবেচনা করতে হবে। ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীদের হয়রানি ও খরচ যেন না বাড়ে, এটাও বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে।  ব্যাংক খাত সংস্কারের গুরুত্ব তুলে ধরে এই শীর্ষ ব্যবসায়ী নেতা বলেন, ব্যাংকিং ব্যবস্থার বিজ্ঞানভিত্তিক সংস্কার প্রয়োজন। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও মনোযোগী হয়ে সহযোগী ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করছি। ব্যাংক ঋণের সুদহার কমানো প্রয়োজন। কোন ধরনের গ্রাহকের জন্য কেমন সুদহার হবে তাও বিবেচনায় আনা যেতে পারে। বিশেষ করে যেসব ভালো গ্রাহক নিয়মিত ব্যাংকের সঙ্গে স্বচ্ছ লেনদেন করছেন, তাদের জন্য কম সুদের ঋণ প্রদানের বিষয়টি বিবেচনা করা উচিত। আবার সংশ্লিষ্ট ব্যাংকারের কারণে কেউ ঋণখেলাপি হলেন কিনা, তাও দেখতে হবে। হঠাৎ করে ব্যাংকগুলো বা ব্যাংকারদের অসহযোগিতার কারণে যদি কোনো গ্রাহক ঋণখেলাপি হতে বাধ্য হয়ে পড়েন, সে বিষয়টিও দেখতে ব্যাংকগুলোর মনোযোগী হওয়া উচিত। ব্যাংকের পদ্ধতি ও প্রক্রিয়াগত কারণে যেন কেউ ঋণখেলাপি না হয়।

শেখ ফজলে ফাহিম বলেন, আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রযোজ্য বাণিজ্য সুবিধার সেবাগুলো সহজিকরণ করতে হবে। এক্ষেত্রে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল আমদানি ও পরবর্তীতে উৎপাদিত পণ্য রপ্তানিতে যে ধরনের ব্যাক টু ব্যাক এলসি বা ঋণপত্র সুবিধা দেওয়া হয়, সেসব সুবিধা সব ধরনের ব্যবসার ক্ষেত্রে দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা প্রয়োজন। নিয়ন্ত্রক সংস্থাগুলো যদি সঠিকভাবে কাজ করে, তাহলে অনিয়ম সহনীয় পর্যায়ে কমে আসবে। অর্থনীতিতে বৈধ অর্থ প্রবাহ বাড়বে। এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের উন্নয়ন প্রকল্পগুলোতে ইতিমধ্যে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হবে। বড় প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য আরও বেশি স্বল্প মেয়াদি সমন্বয় সুবিধা প্রয়োজন। নিরবচ্ছিন্ন পণ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ খবর