শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

ভারতে ঈদুল ফিতর উদযাপিত

ঈদগাহ মাঠে মমতা

কলকাতা প্রতিনিধি

ভারতে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় গত বুধবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এ দিন সকালে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে শামিল হন মুসলিমরা।

পশ্চিমবঙ্গে সকাল ৯টায় ঈদের নামাজের সবচেয়ে বড় জামাত হয় কলকাতার রেড রোডে। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান। প্রায় লাখো মুসল্লি এই নামাজে অংশ নেন। এ ছাড়া নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। সকাল থেকেই নতুন জামাকাপড় পরে রাস্তায় নামেন হাজারও মানুষ। এ দিন সকালে রেড রোডে ঈদের নামাজের মাঠ পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রমুখ। ঈদের জমায়েত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘এই ঈদ আপনাদের জীবনে নতুন সকাল নিয়ে আসবে। কেউ একে আটকাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক। আপনাদের ঘরে আলোর রোশনাই আসুক। আপনারা সবাই খুশিতে ঈদ উদযাপন করুন।’ রাজ্যে শান্তি-সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্যাগের নাম হলো হিন্দু, ইমানের নাম হলো মুসলমান, ভালোবাসার নাম হলো ঈশাই (খ্রিষ্টান) এবং বলিদানের নাম হলো শিখ- এটাই আমাদের ভারত। আমরা একে রক্ষা করব।’ পশ্চিমবঙ্গের পাশাপাশি খুশির ঈদ পালিত হয় দিল্লিসহ জম্মু-কাশ্মীর, ভোপাল, মুম্বাই, পাটনাসহ দেশটির প্রতিটি শহরে। দিল্লির জামে মসজিদ, ফতেপুরি মসজিদে এ দিন হাজার হাজার মানুষ নামাজে অংশ নেন। ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় রাজধানী দিল্লিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর