শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

এ বছরই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন

-ড. কামাল হোসেন

নিজস্ব প্র্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা, গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, আমরা বিশ্বাস করি, এ ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্র্রয়োজন এবং সচেতন রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য। দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার এখন ঐক্যফ্রন্টের প্রধান লক্ষ্য। এজন্য জাতীয় ঐক্যফ্রন্ট নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। এখন ঐক্যফ্রন্টের পাশাপাশি গণফোরামকে আরও শক্তিশালী করা হবে। এই জোটের কলেবর আরও বাড়িয়ে এই বছরই আন্দোলন জোরদার করা হবে। এ বছরের মধ্যেই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে আশা করছি। এ সময় অচিরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার আন্দোলন জোরদার করা হবে বলেও প্র্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশা প্রকাশ করেন। সভায় গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, বর্তমান সাধারণ সম্পাদক শাহ রেজা কিবরিয়া, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আবু সায়ীদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহসিন রশিদ, সিদ্দিকুর রহমান, আহমেদ আমীন আফসারী, লতিফুল বারী হামিম উপস্থিত ছিলেন। ঐক্যফ্রন্ট ভাঙছে কি না- সাংবাদিকদের এমন প্র্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, মোটেই নয়। জাতীয় ঐক্যফ্রন্টে কোনো বিভক্তি নেই। আমরা আগামী ১২ তারিখে বসছি আবার। আমাদের কথা হলো, আমরা বসে পুরো কৌশলটা ঠিক করে মাঠে নেমে যাই, ঐক্য আরও সুসংহত করি। এ সময় কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জোট ছাড়ার হুমকি প্র্রসঙ্গে জানতে চাইলে ড, কামাল বলেন, উনি (কাদের সিদ্দিকী) আমাদের ঐক্যের অন্যতম সাথী। তিনি প্রশ্নগুলো করতে পারেন। আমরা খোলা মন নিয়ে ঘণ্টা-দুয়েক তার সঙ্গে আলাপ করেছি। আমরা ১২ তারিখ বসে ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারব। এ সময় গণফোরাম সাধারণ সম্পাদকের পদ থেকে মোস্তফা মহসীন মন্টুকে সরিয়ে দেওয়ার পর তিনিও অসন্তুষ্ট বলে খবর বেরিয়েছে উল্লেখ করে এ বিষয়ে জানতে চাওয়ার সময় কাকতালীয়ভাবে ঠিক তখন অনুষ্ঠানস্থলে মন্টু উপস্থিত হলে ড. কামাল হোসেন বলেন, আরে আরে মন্টু সাহেব, ঈদ মোবারক, ঈদ মোবারক। মোস্তফা মহসীন মন্টু সালাম দিয়ে সহাস্যে এগিয়ে এসে দলের সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সভাপতির পাশে বসা গণফোরামের বর্তমান সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া তার আসন ছেড়ে দিয়ে নতুন কমিটির এক নম্বর নির্বাহী সদস্য মন্টুকে বসতে দেন। এ সময় গণফোরামের সঙ্গে মন্টুর দূরত্ব নিয়ে সাংবাদিকদের করা প্র্রশ্নটির জবাব দেন দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি বলেন, দূরত্বের বিষয়টি মিডিয়া তৈরি করেছে। তখন ড. কামাল হাসতে হাসতে বলেন, আপনারা তৈরি করেছেন, এবার আপনারাই মুক্ত করতে পারেন।

সর্বশেষ খবর