শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

রাজু ভাস্কর্যে কাটল ছাত্রলীগের পদবঞ্চিতদের ঈদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজু ভাস্কর্যে কাটল ছাত্রলীগের পদবঞ্চিতদের ঈদ

রাজু ভাস্কর্যেই ঈদুল ফিতর উদযাপন করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীশূন্য হয়ে গেলেও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ‘সব বিতর্কিতে’র বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে বুধবার সেখানেই ঈদ উদযাপন করেন তারা। গতকাল পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখেন ছাত্রলীগের এই পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। ঈদের দিন অবস্থান কর্মসূচি পালনরতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এ সময় ড. মো. আখতারুজ্জামান তাদের সেমাই দিয়ে আপ্যায়নও করেন। এরপর শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাদের জন্য হল থেকে খাবার সরবরাহও করেন। পদবঞ্চিতদের সঙ্গে দেখা করতে আসেন বিগত ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরোধী জোট স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরনী সেমন্তি খানও। তিনিও তাদের সেমাই আপ্যায়ন করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আলোচিত-সমালোচিত হয়।  এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ‘বিতর্কিত’দের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে গত ২৭ মে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘোষণার পর ওই দিন মধ্যরাত থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেন পদবঞ্চিতরা। অবস্থান কর্মসূচি থেকে তারা অবিলম্বে কমিটি থেকে ‘সকল বিতর্কিত’কে বহিষ্কারের দাবি জানান।

এদিকে অবস্থান কর্মসূচির ১৩ দিনে ছাত্রলীগের শীর্ষ নেতারা এবং ছাত্রলীগের কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত ‘দুই-একজন’ আওয়ামী লীগ নেতা পদবঞ্চিতদের সঙ্গে যোগাযোগ করলেও কেউই দাবি পূরণে আশ্বাস দেননি বলে জানিয়েছেন তারা। তবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী দেশে ফিরলে বিতর্কিতদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে পদবঞ্চিত নেতা-কর্মীদের জানিয়েছেন। 

সর্বশেষ খবর