রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

সরকারি অফিস আদালত আজ খুলছে

নিজস্ব প্রতিবেদক

ঈদের তিন দিন ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই দিন মিলিয়ে পাঁচ দিনের লম্বা বন্ধ শেষে আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং ব্যাংক-বীমা। আজ আবার কর্মচঞ্চল হয়ে উঠবে অফিসগুলো। ব্যস্ত হয়ে উঠবে রাজধানী ঢাকা। ইতিমধ্যে ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 

ঈদ উপলক্ষে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছিল সরকারি ছুটি। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলে এবারের ঈদে মোট পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা। আর যারা গত ৩ জুন ছুটি নিয়েছিলেন তারা টানা নয় দিন ছুটি কাটাতে পেরেছেন। এর বাইরে ঈদের পরও যারা ছুটি নিয়েছেন তারাও বেশ লম্বা ছুটি কাটাবেন। সব মিলিয়ে আজ থেকে কর্মদিবস শুরু হলেও আগামী সপ্তাহের আগে সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমা পুরোদমে কর্মব্যস্ত হওয়ার সম্ভাবনা কম। এদিকে ঈদের আগে বাড়ি যাওয়া কর্মজীবী লোকজন শুক্রবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। গত দুই দিন ধরেই সদরঘাট, কমলাপুর, এবং রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে।

সর্বশেষ খবর