সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

গ্যাসের দাম বৃদ্ধির অপেক্ষায় সরকার

সব মিটার হবে প্রি-পেইড

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে তা সমন্বয়ের অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া গ্যাসের সব মিটার প্রি-পেইড করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির কারণে এরই মধ্যে সরকারের ১৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এজন্য আরও ১৪ হাজার কোটি টাকার মতো প্রয়োজন হবে। এ অবস্থায় গ্যাসের দাম সমন্বয় করতে না পারলে ভর্তুকি আরও বাড়বে। গতকাল সচিবালয়ে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও বিদ্যুৎ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম সমন্বয় করা দরকার। বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের উপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কিনা। দাম সমন্বয়ের জন্য আমরা গত বছর থেকে অপেক্ষায় আছি। এ পর্যন্ত ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যোগ হয়েছে। আরও ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি যোগ হবে। গত বছর আগস্ট থেকে এলএনজি আমদানি শুরু করেছি আমরা। এ গ্যাসের দাম অনেক বেশি। নিজস্ব গ্যাসেরই আমরা এখন ভর্তুকি দেই। গ্যাসের যে দাম তার থেকে অনেক কম দামে গ্রাহককে সরবরাহ করা হয়। যদি দাম সমন্বয় না করা হয় তাহলে চলতি অর্থবছরে ৫/৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আর আগামী অর্থবছর ৭ থেকে ৮ হাজার কোটি টাকা বাড়তি লাগতে পারে। তিনি বলেন, বিইআরসি গ্যাসের মূল্য সমন্বয় করতে পারে। এলএনজি আমদানিকে হিসেবে রেখে গ্যাস উৎপাদন খরচ প্রতি কিউবিক মিটার ১৪ টাকা কিন্তু গড়ে প্রতি কিউবিক মিটার বিক্রি করা হচ্ছে ৭ টাকা ১৭ পয়সায়। আমরা আশা করছি পায়রা প্রথম ইউনিট অক্টোবর ২০১৯ থেকে উৎপাদনে আসবে। নসরুল হামিদ জানান, এবার বিদ্যুৎ জ্বালানি খাতে ২৯ থেকে ৩০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দের মধ্যে বিদ্যুৎ খাতে ২৬ হাজার কোটি বরাদ্দ দেওয়া হবে। তিনি আবাসিকে গ্যাস সংযোগ নিরুৎসাহিত করার পাশাপাশি পুরানো গ্যাস লাইন খুলে ফেলে নতুন করে পাইপ লাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। এজন্য ১ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রিপেইড মিটারের মাধ্যমে গ্যাস সাশ্রয়ের কথাও তিনি জানান। এছাড়া চলতি বছর আরও আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ঈদের ছুটিতে সর্বোচ্চ ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে সরকার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও ছিলেন পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মো. হোসেইন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর