মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা
তাবলিগ নিয়ে দ্বন্দ্বে আগুন

মারা গেলেন দগ্ধ আবদুর রহিম

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ জামাতের সাদপন্থি ও জুবায়ের পন্থির দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আবদুর রহিম (৩০) মারা গেছেন। গতকাল বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পূর্ব পাড়ার মোস্তফার ছেলে আবদুর রহিম। ঢামেক সূত্র জানায়, গত ১৯ মে রাতে কটিয়াদিতে তারাবি নামাজ শেষে মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে পেছন থেকে জুবায়ের পন্থির লোকজন আবদুর রহিমের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ওই রাতেই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেফতার করে পুলিশ। রহিমের স্বজনদের অভিযোগ, আগে সবাই সাদ অনুসারী ছিল। পরে জুবায়ের অনুসারীদের মধ্যে বিরোধ হওয়ার পর থেকে জুবায়ের অনুসারীরা তাদের সব কর্মকান্ডে  বাধা দিয়ে আসছিল।  বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, আবদুর রহিমের শরীরের পেছনের দিকে ঘাড় থেকে কোমড় ও দু-হাত মুখসহ ২৫ শতাংশ দগ্ধ হয়।

সর্বশেষ খবর