মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

সেনা কর্মকর্তাকে রাক্ষুসে মাছের পুকুরে নিক্ষেপ কিমের

প্রতিদিন ডেস্ক

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে শীর্ষ এক সেনা কর্মকর্তাকে রাক্ষুসে পিরানহা মাছ ভর্তি পুকুরে ফেলে হত্যা করেছেন। খবর : ডেইলি স্টার, লন্ডন।

খবরে বলা হয়, গত মে মাসে আমেরিকায় তার দূত হিসেবে পাঠানো কূটনীতিকের পরে কিমের অভিনব হত্যালীলায় এটিই সাম্প্রতিকতম সংযোজন। অভিযোগ অনুযায়ী, কিমের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন ওই কর্মকর্তা। কিন্তু কোনোভাবে সে খবর  পৌঁছে যায় তার কাছে। তারপরই ওই সেনাকর্তাকে হত্যার নির্দেশ দেন কিম। এরপর প্রথমে ওই সেনাকর্তার হাত, পেট ও পা ধারাল চাকু দিয়ে চিড়ে ফেলা হয়। তারপর তাকে  ফেলে দেওয়া হয় পিরানহা মাছ ভরা পুকুরে। রক্তের গন্ধে ধেয়ে আসে হাজার হাজার রাক্ষুসে মাছ। মুহূর্তের মধ্যে মানুষটিকে আঁচড়ে, কামড়ে জীবন্ত খেয়ে  ফেলে মাছগুলো। বিদ্রোহীদের বার্তা দিতেই এই পন্থা নিয়েছেন কিম, এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় এর আগে ফায়ারিং  স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে হত্যা করা হয় উত্তর  কোরিয়ার বিশেষ দূত কিম হায়োক চোল ও তার সঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে।

সর্বশেষ খবর