শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
আলোচনায় শুধুই বাজেট

জনগণকে ধোঁকা দিয়েছে সরকার : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

জনগণকে ধোঁকা দিয়েছে সরকার : আমীর খসরু

নির্বাচনের মতো সরকার বাজেট নিয়েও জনগণকে ‘ধোঁকা’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বাজেটে অলীক স্বপ্ন দেখানো হয়েছে। কৃত্রিম প্রবৃদ্ধির হার বাড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে; যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা ক্ষমতায় থাকা অবস্থায় প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ রেখে এসেছিলাম। বাস্তবতা হলো, সে হার এখন তার চেয়েও নিচে। কিন্তু সরকার ৮ দশমিক ২ শতাংশের কথা বলছে, যা অলীক স্বপ্ন।’ গতকাল জাতীয় সংসদে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের প্রথম বছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কেমন হলো এবারের বাজেট- এ নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যক্তিগতভাবে বিকালে বাংলাদেশ প্রতিদিনকে প্রতিক্রিয়া দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে আজ বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেবে।

 বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশেই একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে। এ সরকারের কোনো বৈধতাই নেই। সংসদেরও কোনো বৈধতা নেই। তাই বাজেট নিয়েও জনগণ মাথা ঘামায় না।’

তাই বিশাল সংখ্যা বাড়িয়ে বাজেট দেওয়ার আত্মতুষ্টির কিছু নেই। এ বাজেটও জনবান্ধব হবে না।’

তিনি বলেন, ‘আপাতদৃষ্টিতে যা দেখলাম এটি একটি ঋণনির্ভর বাজেট। অর্থনীতির সব শৃঙ্খলা ভেঙে ফেলা হয়েছে। দেশি-বিদেশি কোনো বিনিয়োগ নেই। কর্মসংস্থানের সুযোগ দিন দিন কমছে। জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। বেড়েছে বেকারত্ব। বিনিয়োগ বাড়াতে কোনো উৎসাহিত করা হচ্ছে না। মেগা প্রজেক্ট নিয়ে মেগা দুর্নীতি করছে সরকার। তা ছাড়া শুধু ঋণের ওপর ভিত্তি করে একটি দেশ চলতে পারে না। বাস্তবতার সঙ্গে এ বাজেটের কোনো মিল বা সামঞ্জস্য নেই।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাজেটে বেসরকারি খাতকে উৎসাহিত করা হয়নি। গ্যাস, বিদ্যুৎ সংকট আছেই। শেয়ারবাজারে ধস নেমেছে। গার্মেন্ট খাতে অশনিসংকেত। জনশক্তি রপ্তানি হচ্ছে না। সব দেশেই এখন জনশক্তি রপ্তানি বন্ধপ্রায়। স্বাস্থ্য খাতে বেহাল অবস্থা। দেশি-বিদেশি বিনিয়োগ স্থগিত। নিত্যপণ্যের দাম বাড়ছে। যদিও কৃষিপণ্যের দাম পাচ্ছে না কৃষক। তাহলে প্রবৃদ্ধিটা এলো কোথা থেকে? তাই আমি বলব, কৃত্রিম প্রবৃদ্ধির হার না বাড়িয়ে এই অবৈধ সরকারের উচিত ছিল বাস্তবতার নিরিখে একটি বাজেট দেওয়া।’

সর্বশেষ খবর