শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
আলোচনায় শুধুই বাজেট

ধনী-গরিব বৈষম্য কমানোর ব্যবস্থা নেই : মেনন

নিজস্ব প্রতিবেদক

ধনী-গরিব বৈষম্য কমানোর ব্যবস্থা নেই : মেনন

সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাজেটে ধনী-গরিবের বৈষম্য কমানোর কোনো ব্যবস্থা নেই। ঋণখেলাপির বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। বিপুল অঙ্কের এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। গতকাল বিকালে সংসদ অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে সন্দেহ নেই। বলা হচ্ছে কৃষক, শ্রমিক, পাহাড়ি সবাইকে নিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে। কিন্তু পর্বতময় বৈষম্য রয়েছে, মুষ্টিমেয় লোকের হাতে সমস্ত সম্পদ রয়েছে। এটা দূর করার জন্য বরাবর বলে আসছি। সে বিষয়ে কোনো দিকনিদের্শনা নেই। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কথা বলা হয়েছে। আর্থিক খাতে ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

অথচ ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক একটি পরিপত্র জারি করেছে। যা অর্থমন্ত্রীর ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। ফলে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুধু কথার কথাই থেকে যাবে। ইতিমধ্যে খেলাপি ঋণ ১ লাখ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাজেটের পরে তা আরও বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর