শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
আলোচনায় শুধুই বাজেট

যা বলল রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনগুলো

নিজস্ব প্রতিবেদক

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গতকাল তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন। রাজনৈতিক সংগঠনগুলোর নেতারা মনে করেন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আয় বৃদ্ধির সামর্থ্য ছাড়া প্রবলভাবে ব্যয়-আকাক্সক্ষী। এ কারণে বাজেটের পরিমাণ দেখে আনন্দিত হওয়ার কিছু নেই। অন্যদিকে ব্যবসায়ীদের সংগঠনগুলো প্রস্তাবিত বাজেটে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে কিছু চ্যালেঞ্জও তুলে ধরেছে। সিপিবি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট লুটেরা ধনিকদের আরও ধনী করবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘এ বাজেট অনেকটা খাবার ছাড়া খাবারের প্লেট সাজানোর মতোই। প্রস্তাবিত বাজেট আয় বৃদ্ধির সামর্থ্য ছাড়া প্রবলভাবে ব্যয়-আকাক্সক্ষী। এ কারণে বাজেটের পরিমাণ দেখে আনন্দিত হওয়ার কিছু নেই।’ গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রিহ্যাব : প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে নিবন্ধন ফি ও স্ট্যাম্প ফি হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে, তাকে যুগান্তকারী প্রস্তাব হিসেবে আখ্যায়িত করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী ভূইয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন অভিমত দেওয়া হয়েছে। আবাসন খাতে নিবন্ধন ফি ও স্ট্যাম্প ফি হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। বিজিএমইএ : বাংলাদেশ গার্মেন্ট মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বলেছেন, নতুন বাজেটে শতভাগ খুশি হতে না পারলেও অন্তত ৭০ ভাগ খুশি হয়েছি আমরা। দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্পের জন্য প্রণোদনা হিসেবে প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব অর্থমন্ত্রী করলেও তা যৎসামান্য। গতকাল বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বনানীতে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এ কথা বলেন। রুবানা বলেন, এ বাজেট নিঃসন্দেহে জনকল্যাণমুখী বাজেট। শিল্পের দিক  থেকে যদি বলেন, তাহলে বলব শতভাগ খুশি না হলেও শতকরা ৭০ ভাগ খুশি আমরা। তিনি বলেন, ক্যাশ ইনসেনটিভ আসলে ছোট্ট একটি ফিগার। পোশাক খাত এমন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যেখানে এই ইনসেনটিভ আমরা যৎসামান্য মনে করি। অন্তত পক্ষে আরও তিন পারসেন্টও যদি আমাদের দিতেন, তাহলে লাভ হতো। ডিসিসিআই : প্রস্তাবিত বাজেটকে ধারাবাহিক বাজেট হিসেবে মন্তব্য করেছেন ডিসিসিআইর সভাপতি ওসামা তাসীর। তবে এ ধরনের বড় বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়ন একান্ত অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বাজেট উপস্থাপনের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ডিএসই : প্রস্তাবিত বাজেট দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করবে বলে মনে করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিসিআই : প্রস্তাবিত বাজেটে সন্তুষ্টি প্রকাশ করলেও একই সঙ্গে চ্যালেঞ্জও দেখছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। গতকাল প্রথমিক প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ) বলেন, প্রস্তাবিত বাজেটে দেশের তরুণ উদ্যোক্তাদের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিলের ব্যবস্থা রাখা, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান ১০ শতাংশ প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ প্রদান করলে ৫ শতাংশ কর রেয়াতের প্রস্তাব করা, দক্ষতা উন্নয়নের জন্য জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল গঠন যুগান্তকারী পদক্ষেপ। বিডব্লিউসিসিআই : বাজেটকে উন্নয়নপ্রত্যাশী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। গতকাল এক বিবৃতিতে বিডব্লিউসিসিআই ২০১৯-২০ অর্থবছরের ঘোষিত বাজেটে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শোরুমের ওপর মূসক অব্যাহতি প্রদান এবং কৃষি খাতে প্রণোদনা প্রদানের জন্য কৃষি যন্ত্রপাতির ও স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আশাহত বাংলালিংক : প্রস্তাবিত বাজেট নিয়ে আশাহত হয়েছে দেশের টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। গতকাল প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে টেলিকম খাতের যে বিষয়গুলো আমরা দীর্ঘ সময় ধরে উত্থাপন করে আসছি সেগুলো এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রতিফলিত না হওয়ায় আমরা আশাহত।’ জেএসডি : ঘোষিত বাজেটে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ঘোষিত বাজেট দেশের আর্থ-সামাজিক ব্যবস্থয় কোনো গুণগত পরিবর্তন আনবে না।

সর্বশেষ খবর