শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

মূল্যস্ফীতির লাগাম টানার আশা

নিজস্ব প্রতিবেদক

জিডিপিতে বড় প্রবৃদ্ধির পাশাপাশি গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গতকাল প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিগত ভোগ ও সরকারি ব্যয় বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী হয়েছে। উৎপাদন ও বাণিজ্যে প্রাণসঞ্চারের ফলে রপ্তানি, প্রবাস আয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। এগুলো জিডিপি প্রবৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে মূল্যস্ফীতিতে বড় ধরনের সফলতার আশা প্রকাশ করেন তিনি।

বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ৫ দশমিক ৬০ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছিল। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৪৮ শতাংশ। আর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) মার্চ মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।

সর্বশেষ খবর