শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
বাজেট ২০১৯-২০

বাড়ছে না আয়কর বাড়ছে পরিধি

টুকিটাকি

নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করহার অপরিবর্তিত রেখে আয়করের পরিধি বাড়ানোর মাধ্যমে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। করমুক্ত আয়ের সীমাও অপরিবর্তিত রাখা হয়েছে। সংসদে বাজেট বক্তব্যে গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, রাজস্ব বাড়াতে সরকার নতুন অর্থবছর থেকে পর্যায়ক্রমে করদাতার সংখ্যা ১ কোটি করার পরিকল্পনা করেছে। প্রসঙ্গত, বর্তমানে দেশে ২১-২২ লাখ করদাতা রয়েছেন।

প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের মতো আড়াই লাখ, নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের ৩ লাখ, প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে ৪ লাখ, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ৪ লাখ ২৫ হাজার টাকা রাখা হয়েছে। এ ছাড়া পরিবর্তন করা হয়নি করহার। সাধারণ করদাতাদের ক্ষেত্রে আগের মতোই আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কোম্পানির করহারেও কোনো পরিবর্তন আনা হয়নি।

সর্বশেষ খবর