সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

ট্র্যাজেডি পলাশবাড়ি

সাংস্কৃতিক প্রতিবেদক

ট্র্যাজেডি পলাশবাড়ি

২০০৫ সালে সাভারের পলাশবাড়িতে গার্মেন্ট ধসে নিহত ও আহতদের করুণ কাহিনী ও এর নানা গল্প নিয়ে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাটের ৩০তম প্রযোজনার এই নাটকটি। ২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। সে সময় ফ্যাক্টরিতে রাতের শিফটে কাজ করছিলেন শতাধিক কর্মী। সেই ঘটনায় নিহত হন প্রায় ৬৪ জন। তদন্ত কমিটির রিপোর্টে জানা গেছে, কোনো রকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর। দুঃসহ সেই ঘটনাকে কেন্দ্র করেই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি।

আজাদ আবুল কালামের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন প্রাচ্যনাটের নিয়মিত নাট্যকর্মীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর