সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

জামিন বাতিল হলমার্কের জেসমিনের আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ভুয়া নথি দাখিল করে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল দুদকের করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাই কোর্ট চলতি বছর ১০ মার্চ রুল মঞ্জুর করে এ মামলায় জেসমিন ইসলামকে জামিন দেয়। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেছিল। আপিল বিভাগ তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

২০১৬ সালের ১ নভেম্বর জেসমিনসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। ওই দিন বিকালেই জেসমিনকে দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করে। মামলার অভিযোগে বলা হয়, হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও তার স্বামী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ তাদের প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে আনোয়ারা স্পিনিং মিলসের মালিক এবং মীর জাকারিয়াকে ম্যাক্স স্পিনিং মিলসের মালিক সাজিয়ে জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখায় একটি হিসাব খোলেন। তারা প্রতিষ্ঠান দুটির নামে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে কোনো মালামাল আমদানি-রপ্তানি না হওয়া সত্ত্বেও ভুয়া কাগজপত্র তৈরি করে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা তুলে আত্মসাৎ করেন। এ মামলায় বিচারিক আদালতে জেসমিনের জামিন নামঞ্জুর হলে তিনি হাই কোর্টে আবেদন করেন। হাই কোর্ট ১০ মার্চ তাকে জামিন দেয়।

সর্বশেষ খবর