সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

বেনাপোলে দুই বাসে ৪১ সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে আমড়াখালী এলাকা থেকে গতকাল ৪১টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক করেছে যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির ইন্টেলিজেন্স টিম জানতে পারে ঢাকা থেকে বেনাপোলগামী বাসে পাচারকারী দল সোনার বার বহন করবে। এমন সংবাদে বেনাপোল আমড়াখালী চেকপোস্টে নায়েব সুবেদার মো. আবদুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৬টি সোনার বারসহ দুজনকে আটক করা হয়। একই অভিযানে অন্য একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫টি সোনার বারসহ দুজনকে আটক করা হয়। আটক সোনার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলেন- আনিছুর রহমান, রিয়াজ মোল্লা, সবুজ মৃধা ওরফে সুমন ও তানভীর জামান।

সর্বশেষ খবর