মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

মোবাইল লেনদেনের ব্যালান্স জানতে ফি ৪০ পয়সা

নিজস্ব প্রতিবেদক

মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস)  ক্ষেত্রে হিসাবের ব্যালান্স দেখতে এখন থেকে ফি দিতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ অর্থ দেওয়ার নির্দেশনা দিয়েছে আর্থিক সেবাদাতা বিকাশ, রকেট, এমক্যাশ, শিওরক্যাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে।তবে প্রতিষ্ঠানগুলোই এই অর্থ  দেবে, নাকি সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিটিআরসি। বিটিআরসির নতুন এই নির্দেশনা অনুযায়ী আনস্ট্রাকচারড সাপিমেন্টারি সার্ভিস ডেটা বা ইউএসএসডির ওপর প্রতিবার ৪০ থেকে ৮৫ পয়সা পাবে মুঠোফোন অপারেটরগুলো। নির্দেশনায় বলা হয়েছে, ৯০ সেকেন্ডের মধ্যে একটি আর্থিক  লেনদেন সম্পন্ন হলে এ জন্য মুঠোফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে। প্রতি লেনদেন সম্পন্ন হওয়া অথবা ব্যালান্স   াদখার জন্যগ্রহকরা নিদিষ্ট নম্বর ডায়াল করার পর ফিরতি খুদেবার্তা পান। এটাই ইউএসএসডি। বিটিআরসি ১৩ জুন নির্দেশনাটি জারি করে।

সর্বশেষ খবর