মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

বৃদ্ধির তিন দিনেই কমল সোনার দাম

ভরিতে কমেছে ১১৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম বৃদ্ধির তিন দিনের মাথায় আবার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ১৬৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় বাজুসের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আজ থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ৫০ হাজার ১৫৫ টাকায় বিক্রি হবে। এছাড়া মূল্যবান ধাতু প্লাটিনামের দামও ভরিতে কমেছে ২ হাজার ৩৩২ টাকা। এতে প্রতি ভরি প্লাটিনাম এখন থেকে বিক্রি হবে ৬১ হাজার ৪১৯ টাকায়। এর আগে রবিবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ৩২১ টাকা। সোনার দাম কমে যাওয়ায় ২১ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। যা আগে বিক্রি হতো ৪৮ হাজার ৯৮৮ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৬ টাকায় যা আগে বিক্রি হতো ৪৩ হাজার ৯৭৩ টাকায়। এর আগে সনাতন পদ্ধতির সোনার দাম পরিবর্তন না হলেও এবার এই সোনার দাম ভরিতে ৭৫৭ টাকা কমে হয়েছে ২৬ হাজার ৮২৭ টাকা। এটি আগে বিক্রি হতো ২৭ হাজার ৫৮৫ টাকায়।

সর্বশেষ খবর