বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

কল্যাণপুরে পেট্রোল পাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক

কল্যাণপুরে পেট্রোল পাম্পে আগুন

রাজধানীর কল্যাণপুরে রাজিয়া পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকা  ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে আগুন লাগে। এদিকে, বনানীতে একটি চার তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে, আগুনের এ দুটি ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, পাম্পটি কল্যাণপুরের রামচন্দ্রপুর খাল ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পাশে। আগুনের খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা দেখে পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তেলের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজন সরিয়ে দেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে তেলের বেশ কিছু লরি ছিল। লরিগুলো থেকে পাম্পের রিজার্ভারে তেল ভরার সময় আগুনের সূত্রপাত্র হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই কল্যাণপুর-গাবতলী রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলে যানবাহল চলতে শুরু করে। এদিকে, গতকাল বেলা আড়াইটার দিকে বনানী কবরস্থানের বিপরীতে ২৭ নম্বর রোডের একটি চার তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্ডারগ্রাউন্ডের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনে রাজ ওভারসিজের কার্যালয় রয়েছে। আগুন লাগার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ায় কেউ সিঁড়ি বেয়ে নামতে পারছিল না। ওপর থেকে অনেকের বাঁচাও বলে চিৎকার নিচে থেকে শোনা গেছে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

সর্বশেষ খবর