বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা
আদালতে কিশোরের জবানবন্দি

সমকামে বাধ্য করায় শ্রমিক নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সমকামিতায় বাধ্য করায় ক্ষোভে রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক নেতা নুরুলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। হত্যার সঙ্গে জড়িত ও নুরুলের লালসার শিকার জীবন নামের এক কিশোর আদালতে স্বীকারোক্তি দিয়েছে। ১৬ বছরের সেই সমকামী কিশোর সোমবার রাজশাহীর আদালতে এ জবানবন্দি দেয়। একই সঙ্গে নুরুলের লালসার শিকার আরও তিন যুবক আদালতে তাদের নির্যাতনের ঘটনার বর্ণনা করেছেন।   এর আগে, গত ১১ জুন রাজশাহীর পুঠিয়া থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের এএসএস ইটভাটায় শ্রমিক নেতা নূরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। ওইদিনই পুঠিয়া থানায় নূরুলের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে। এরপর পুলিশ ১৬ জুন পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. জীবনকে (১৬) আটক করে। পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে উল্লেখ করে, নূরুল ইসলামকে জীবন নানা বলে সম্বোধন করত। নূরুল ইসলাম তাকে টাকার প্রলোভন দিয়ে প্রায়ই শারীরিক সম্পর্ক গড়ত। অনিচ্ছা প্রকাশ করলে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তাকে। ১০ জুন রাত ৯টার দিকে সমকামিতার উদ্দেশ্যে দুজনেই পুঠিয়ার ওই ইটভাটায় যায়। একপর্যায়ে নূরুল হক মাটিতে পড়ে যান। এ সময় ক্ষোভে প্রথমে নুরুলের গলা টিপে ধরে জীবন। তারপর ইট দিয়ে মাথায় উপর্যপুরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। নুরুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বাসায় চলে যায় জীবন। পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, জীবন আদালতে আরও জানিয়েছে, আরও কয়েকজনের সঙ্গে নূরুল ইসলামের সমকামিতার সম্পর্ক ছিল। এমন আরও তিনজন আদালতে জবানবন্দি দিয়েছে।

সর্বশেষ খবর