শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

মার্কিন ড্রোন গুলি করে নামাল ইরান

প্রতিদিন ডেস্ক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আকাশসীমা হচ্ছে ইরানের  রেডলাইন। কেউ এই রেডলাইন অতিক্রম করলে এর কঠিন জবাব দেওয়া হবে। ইরান এর আগেও একই কাজ করেছে বলে তিনি জানান। তিনি রাশিয়ায় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন। আলী শামখানি বলেন, ইরানের হরমুজগান প্রদেশের আকাশে আমেরিকার গেন্টাবাল হক মডেলের একটি  গোয়েন্দা ড্রোন প্রবেশ করেছিল এবং আইআরজিসি ওই ড্রোনকে ভূপাতিত করেছে। তিনি বলেন, আমরা বারবারই বলছি আমরা আমাদের আকাশসীমা সর্বশক্তি দিয়ে রক্ষা করব এবং আমাদের পানিসীমাও একইভাবে নিরাপদ রাখব। তিনি আরও বলেন, আমরা বলেছি কাউকে ইরানের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না। বিমান বা ড্রোন যে দেশেরই হোক না কেন তা ভূপাতিত করা হবে এবং শক্ত জবাব দেওয়া হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

সর্বশেষ খবর