শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

জমেছে গৃহসজ্জা পণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

জমেছে গৃহসজ্জা পণ্য মেলা

রকমারি কাঠের আসবাবপত্র। কোথাও নকশার আধিক্য আবার কোথাও রঙের খেলা। বিভিন্ন দেশের শিল্প-কারিগরি ও ঐতিহ্যের মিলন মেলা ফুটে উঠেছে গৃহসজ্জা পণ্য মেলায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত মেলার দ্বিতীয়

দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়। গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড। চীন, ভারতসহ বিশ্বের ১০টি দেশের ২৫০টি নামিদামি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। উন্নতমানের প্রযুক্তিসম্পন্ন স্থাপত্য নির্মাণযন্ত্র প্রদর্শিত হয়েছে এ মেলায়। যন্ত্রগুলোর বেশিরভাগই বাংলাদেশের বাজারে আসেনি। বিভিন্ন প্রতিষ্ঠান হাজির হয়েছে তাদের নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে। আইসিসিবির পুষ্পগুচ্ছ ও গুলনকশা হলে স্থাপত্য নির্মাণবিষয়ক কোম্পানির স্টল এবং রাজদর্শন হলে কাঠশিল্পের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর স্টল দেখা যায়। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সালমান বিন সুলতান বলেন, স্থাপত্য ও কাঠশিল্পে বহির্বিশ্বে বর্তমানে অনেক উচ্চমানের যন্ত্র ও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ এখনো সে তুলনায় অনেক পিছিয়ে আছে। নতুন উদ্ভাবন ও প্রযুক্তিগুলোকে দেশের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এ ধরনের মেলার আয়োজন করে থাকি।  মেলা ঘুরে কথা হয় বিদেশি বিনিয়োগকারী বেশ কয়েকটি কোম্পানির স্বত্বাধিকারীর সঙ্গে। তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহী। ভারতের কাঠশিল্প প্রতিষ্ঠান মারিয়া ডেকোরের মার্কেটিং ডিরেক্টর ইমরান পাঠাওয়াল বলেন, উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এখানে সম্ভাবনা ব্যাপক। এ জন্য আমরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। অরবিট কোম্পানি তাদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রগুলো বাংলাদেশের বাজারে রপ্তানির জন্য আগ্রহী। এ বিষয়ে অরবিটের কো-অর্ডিনেটর অ্যালোং বলেন, আমাদের প্রযুক্তিগুলো বাজারে নতুন। বাংলাদেশও স্থাপত্য উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এ জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে বাজারজাতকরণের চেষ্টা করছি। মেলায় এইচআর, মায়া প্লাস, উডটেক সলুশন, তানিন এক্সট্রা, কম্পোজিট ডেকোর লিমিটেড কোম্পানিসহ বিদেশি কোম্পানিগুলোর স্টল দেখা যায়।

সর্বশেষ খবর