রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

অবস্থান কর্মসূচিতে অসুস্থ ২৪ বেসরকারি প্রাথমিক শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে গতকাল ২৪ জন শিক্ষক-শিক্ষিকা অসুস্থ হয়েছেন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির ব্যানারে গত ১৬ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাথে তারা এ কর্মসূচি শুরু করেছেন। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে হাজার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এতে অংশগ্রহণ করছেন। অসুস্থ হওয়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সুভন্দ্রা বৈরাগী, ছালেহা খাতুন, আসমা খাতুন, রিনা বেগম, আকলিমা, এনামুল হক, ধরণী মহন রায়, সানাউল হক, ফজলুল হক, মশিয়ার রহমান প্রমুখ রয়েছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন, মহাসচিব কামাল হোসেন প্রমুখ গতকাল অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন। বক্তারা বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও সব শর্ত পূরণ করার পরও কিছু বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়সমূূহ ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। জাতীয়করণের যোগ্য হওয়া সত্ত্বেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সরকারের কাছ থেকে কোনো বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষকদের পরিবার কষ্টে দিনাতিপাত করছে। তারা বলেন, জাতীয়করণের জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। মরতে হয় মরব, তবু জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা গেছে আন্দোলনরত শিক্ষকরা বসে স্লোগান দিচ্ছেন। অনেক শিক্ষক ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। বৃষ্টিতে ভিজেও অবস্থান করেছেন শিক্ষকরা।

সর্বশেষ খবর