শিরোনাম
রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

নিউইয়র্কে বাংলাদেশি খুনে মিসরীয়র ১০ বছর জেল

প্রতিদিন ডেস্ক

বকেয়া ভাড়ার জন্য বাংলাদেশি ভাড়াটে জাকির খান (৪৪)-কে ছুরিকাঘাতে হত্যা-মামলায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট বাড়ির মালিক তাহা মেহরান (৫১)-কে ১০ বছরের দন্ড  এবং কারাভোগের পর আরও ৫ বছর প্রবেশনে (কর্তৃপক্ষের নজরদারি) থাকার রায় দিয়েছে। ২০ জুন বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন ব্রঙ্কস সুপ্রিম কোর্টের বিচারপতি জেমস ম্যাককার্টি। খবর এনআরবি নিউজের। ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডারসেল ডি ক্লার্ক এ রায় প্রসঙ্গে জানান, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রঙ্কসের ১০০১ লগ্যান এভিনিউতে অবস্থিত ভবনের সামনে জাকির খানকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয় পাশেই দাঁড়ানো তার ১১ বছর বয়সী সন্তানের সামনে। ৯ মাসের ভাড়া বকেয়া থাকায় তাহা ক্ষুব্ধ ছিলেন। একই বাসায় থাকতেন জাকির ও তাহা। জাকির খান গাড়ি হাঁকিয়ে বাসায় আসা-যাওয়া করতেন দেখে হিংসায় জ্বলতেন মিসরীয় তাহা। বকেয়া ভাড়া আদায়ে সহায়তা চেয়ে কমিউনিটির অনেকের কাছে ধরনা দিয়ে সাড়া না পেয়ে নিকটস্থ ৪৫ প্রেসিঙ্কটে গিয়েও কোনো সহায়তা পাননি বলে আইন নিজের হাতে তোলে নেন তাহা।

সর্বশেষ খবর