সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

দেশে প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

দেশের প্রথম ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন হবে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায়। এ জন্য ভারত সরকার মোংলা পোর্ট পৌরসভাকে দিচ্ছে ১৫০ কোটি টাকা। গতকাল দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী সুধীর মোলা ও বাংলাদেশের সোলার ইপিসি  ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইজাজ আল কুদরত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে জানানো হয়, মোংলা পোর্ট পৌরসভার পানি শোধনাগারের দুটি পুকুর ও সংলগ্ন এলাকায় দুই বছরের মধ্যে এই ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ভারত সরকারের দেওয়া অফেরতযোগ্য ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ছয় মাসের মধ্যে পাঁচ মেগাওয়াট ও পরবর্তীতে ১৮ মাসের মধ্যে আরও ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই ১৫ মেগাওয়াট বিদ্যুৎ মোংলা পোর্ট পৌরসভা ব্যবহার করার পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে।

সর্বশেষ খবর