সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৩৩)। তিনি পূর্বধলার বাঘড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল পূর্বধলার বৌলাম শাহ সুলতান অটো রাইস মিলে কাজ করতেন। তার সহকর্মী রনি মিয়া (৩২)। শফিকুল ও রনি শনিবার সন্ধ্যায় মিলের কাজ শেষে হাত-পা ধুতে যান। এ সময় প্রাকৃতিক বাতাসে শরিফুলের পরনের লুঙ্গি ওপরে ওঠে। রনি হাসতে হাসতে চাতাল কলের বাতাসের যন্ত্র ছেড়ে দেন। একপর্যায়ে খামখেয়ালিভাবে যন্ত্রের নলটি শফিকুলের পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে শফিকুলের পেটের ভিতরে বাতাস ঢুকে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে শফিকুল মারা যান। এ ঘটনার পর লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গতকাল বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে রনি মিয়া পলাতক।

সর্বশেষ খবর