মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকিং অনিয়মে জড়িতদের শাস্তিতে গড়িমসি করা যায় না

-সালেহ উদ্দিন আহমেদ

ব্যাংকিং অনিয়মে জড়িতদের শাস্তিতে গড়িমসি করা যায় না

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘রাজনৈতিক ক্ষমতার প্রভাবশালীদের জন্য আজ দেশের ব্যাংক খাতের এই দুর্দশা। ব্যাংকিং সমস্যা জটিল পরিণতির দিকে যাচ্ছে। বিশৃঙ্খলা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। যারা এসব অনিয়মে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। ব্যাংকিং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা হয়। তদন্ত অনুসন্ধানের নামে দীর্ঘায়িত করা হয় অনিয়মকে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই শেষ পর্যন্ত নেওয়া হয় না। এতে দুর্নীতিবাজরা আরও উৎসাহ পায়।’

বাংলাদেশ প্রতিদিনকে সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘খেলাপি সমস্যাটি দীর্ঘদিনের। বিষয়টির গুরুত্ব বিবেচনায় আগে স্বীকার করতে হবে আমাদের সংকট খুব বেশি। এ সংকট থেকে বের হতে হবে। সদিচ্ছা থাকতে হবে সরকারের। যারা অপরাধ করেছেন তাদের শাস্তি দিতে হবে। শুধু ঘোষণা করলাম, তাতে সমস্যার সমাধান হবে না। প্রচার করে ঘোষণা দিয়ে এসব করার দরকার নেই। এখন এ খাতে শৃঙ্খলা নিয়ে আসতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে খেলাপি ঋণ আদায় করতে হবে। যে কোনো উপায়ে অধিকাংশ খেলাপি আদায় করতে হবে। প্রত্যেক ঋণের পর্যবেক্ষণ কার্যক্রম কঠোরভাবে মানতে হবে প্রতিটি ব্যাংককে। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং কার্যক্রম আরও কঠোর ও জোরদার করতে হবে।’ সাবেক গভর্নর বলেন, ‘রাজনৈতিক প্রভাব, তদবির ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার জন্য বড় কারণ। এ কারণে পুরো খাতে আজ ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতেও দেখা যায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে। এ ছাড়া ব্যাংকের পর্ষদে দক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়ে আসতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর