মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবকের দুই পা ভেঙে দিল বখাটেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাসির উদ্দিন নামের এক যুবককে পিটিয়ে তার কোমরের হাড় ও দুই পা ভেঙে দিয়েছে স্থানীয় বখাটেরা। রবিবার বিকালে দক্ষিণ মান্দারী আমিনবাজার রোডের খলিল ভূঁইয়া বাড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসা দিতে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় ওই যুবককে  উদ্ধার ও জড়িত দুজনকে আটক করা হয়। আহত নাসির উদ্দিন স্থানীয় চুনু ব্যাপারীবাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। সে ঢাকার একটি ফার্মেসিতে চাকরি করে, সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে আসে নাছির। জানা যায়, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে বেশ কয়েক দিন ধরে দিঘলী ইউনিয়নের দুর্গাপুর এলাকার কামালের ছেলে নিজাম স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার বিকালে স্কুল ছুটি হলে ওই ছাত্রী বাড়ি ফিরছিলেন। এ সময় তার পিছু নেয় নিজাম। এতে নাসির বাধা দেয়। এতে নাসিরের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে নিজাম। কিছুক্ষণ পর নিজাম মুঠোফোনে তার সহযোগী রিয়াদ, সাইমুন, হৃদয়, শাকিল, রাকিবসহ কয়েকজনকে ডেকে নিয়ে আসে। এ সময় তারা নাসিরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এতে তার দুই পা ও কোমর ভেঙে যায় বলে জানান চিকিৎসক। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। এ সময় এলাকাবাসী নিজাম ও রিয়াদকে আটক করে পুলিশে সোপর্দ করে।  এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে মারধর করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর