মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

কারাগারে ডিভিশন ওসি মোয়াজ্জেমকে

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আনা যৌন হয়রানির অভিযোগ ভিডিওতে ধারণ এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন।    গতকাল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ শামছ জগলুল হোসেন শুনানি শেষে তাকে ডিভিশন দেওয়ার এ আদেশ দেন।

এর আগে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সরকারের নবম গ্রেডের একজন কর্মকর্তা ছিলেন। সে অনুযায়ী তিনি প্রথম শ্রেণির নাগরিক। যদিও একজন ওসি সরাসরি প্রথম শ্রেণির নাগরিক নন। তবে এ বিষয়ে হাই কোর্টের একটি নির্দেশনা আছে। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডিভিশনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক কারাবিধি অনুযায়ী জেল সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ২০ জুন ওসি মোয়াজ্জেম হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এরপর বিচারক ডিভিশন আবেদনের ওপর শুনানির জন্য গতকাল দিন ধার্য করেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর