বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

ভিয়েতনামের নাটক কিম তু

সাংস্কৃতিক প্রতিবেদক

ভিয়েতনামের নাটক কিম তু

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সন্ধ্যায় ভিয়েতনামের লে নক থিয়েটার পরিবেশন করে দেশটির নিজস্ব সংস্কৃতির নাটক ‘কিম তু’। রাষ্ট্র ও সমাজের বিয়োগাত্মক করুণ গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। অভিনয়শৈলী ও সংলাপের মধ্য দিয়ে দেশটির সামাজিক অসঙ্গতির কথাই বর্ণনা করেছেন শিল্পীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিয়েতনামের লে নক থিয়েটারের নিয়মিত নাট্যকর্মীরা। স্বাগতিক বাংলাদেশসহ সাত দিনের এই উৎসবে অংশ নিয়েছে  ফ্রান্স, রাশিয়া, নেপাল, ভারত, ভিয়েতনাম ও চীন।

আজ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে সাত দিনের বাংলাদেশ আন্তর্জাতিক নাট্য উৎসব ২০১৯। সমাপনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘লাইট পাপেট শো’ পরিবেশন করবে রাশিয়ার নিকোলাই জাইকভ থিয়েটার।

 সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)-এর বাংলাদেশ কেন্দ্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর