বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

রূপগঞ্জে নারী ইউপি সদস্য, পিরোজপুরে আওয়ামী লীগ নেতা খুন

পটুয়াখালীতে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ খালে

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে এক দিনে খুন হয়েছেন চারজন। এর মধ্যে রয়েছেন নারী ইউপি সদস্য, আওয়ামী লীগ নেত্রী, ছাত্রলীগ নেতা এবং এক ব্যবসায়ী। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা ও পিরোজপুরে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, রূপগঞ্জের পশ্চিমগাঁওয়ে বিউটি আক্তার কুট্টি নামে এক নারীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিউটি ওই এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ছিলেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকালেও চনপাড়া পুনর্বাসন এলাকা থেকে পশ্চিমগাঁওয়ের  দিকে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে পশ্চিমগাঁও পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। জানা যায়, দুই বছর আগে বিউটির স্বামী হাসান মুহুরীকেও কুপিয়ে হত্যা করা হয়। সে মামলার বাদী ছিলেন কুট্টি। এ ছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এলাকার আধিপত্য নিয়েও একাধিক গ্রুপের সঙ্গে বিউটির বিরোধ চলছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলার এসপি হারুন অর রশিদ জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। পটুয়াখালী : নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্কর হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুর : পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতাসহ দুজন খুন হন। এরা হলেন পিরোজপুর পুলিশ লাইনসের সামনের মুদি দোকানি হালিম হাওলাদার (৬০) ও নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের কাঠ ব্যবসায়ী জাকির হোসেন (৪৫)।

তিনি সোহাগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নিজের দোকান থেকে বেরিয়ে হালিম আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে রায়েরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবায় তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় বিভিন্ন স্থানে জখমের আঘাত দেখা যায়। এদিকে মঙ্গলবার রাতে নেছারাবাদে মানসিকভাবে ভারসাম্যহীন মিহির নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে বরছাকাঠি গ্রামের কাঠ ব্যবসায়ী জাকির নিহত হন। পরে ঘাতক ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সর্বশেষ খবর