বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রশ্নপত্র ফাঁস মামলায় পলাতক ৭৮ জনকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানায় করা প্রশ্নফাঁস মামলায় ৭৮ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে ওই আসামিদের গ্রেফতার করা গেল কি না সে বিষয়ে আগামী ৩০ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং আদালতের পুলিশপ্রধান আনিসুর রহমান সাংবাদিকদের জানান, এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ৭৮ জন আসামি পলাতক। মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ওই পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলাসূত্রে জানা গেছে, একজন গণমাধ্যমকর্মীর দেওয়া তথ্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের ১৯ অক্টোবর মধ্যরাতে দুটি আবাসিক হলে অভিযান চালায় সিআইডি। অভিযানে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর