বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা নৃশংসতার পূর্ণ তদন্তের আবেদন

শুনানির জন্য হেগের আদালতে বেঞ্চ গঠন

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে নিপীড়নের মুখে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আসার ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের পূর্ণ তদন্ত শুরুর পথে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ তদন্ত শুরুর জন্য কৌঁসুলি ফাতোও বেনসুদার যে আবেদন করেছেন, তা শুনানির জন্য গতকাল তিন বিচারকের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করে দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এ আদালতের প্রধান। সূত্র : বিডি নিউজ। খবরে বলা হয়, আবেদন মঞ্জুর হলে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংতার অভিযোগের তদন্তে এটাই হবে প্রথম কোনো আন্তর্জাতিক আদালতের উদ্যোগ। এ ব্যাপারে এক বিবৃতিতে বেনসুদা বলেন, তিনি অভিযোগ তদন্তের জন্য বিচারকদের কাছে অনুমতি চাইবেন। মিয়ারনমারের ‘রাখাইন অঞ্চলে সহিংসতার দুটি প্রবাহের প্রেক্ষিতে’ সংঘটিত অপরাধকে কেন্দ্র করে তদন্ত হবে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর নৃশংসতার বিচার নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপ রয়েছে।  

সর্বশেষ খবর