শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

সিরাজগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহেশপুরে নিজ বাড়িতে মা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন মহেশপুর গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী আলতাফ হোসেন মুকুল (৬০) ও তার মা রিজিয়া বেগম (৯৫)। বুধবার রাত ৯টার দিকে এ হত্যাকা  ঘটে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ বলছে, হত্যাকা-টি পূর্বপরিকল্পিত। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডি-ডিবি, পিবিআই ও র‌্যাব সদস্যরা আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছেন। বাড়ির কাজের মেয়ে সুমনা জানান, ‘বুধবার ইশার নামাজের পর হাজী আলতাফ হোসেন বাড়িতে আসার পর খাবার তৈরি করে দিয়ে আমি চলে যাই। সকালে এসে দেখি গেট বাইরে থেকে লাগানো। গেট খুলে ভিতরে ঢুকেই দেখি চাচা আলতাফ হোসেন ও দাদি রিজিয়ার রক্তাক্ত লাশ পড়ে আছে। ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে সবাইকে বিষয়টি জানাই।’ নিহত আলতাফ হোসেনের মেয়ে শিক্ষিকা রোখসানা হোসেন হিজল জানান, ‘আমার মা ও ভাই চিকিৎসার জন্য ঢাকা যাওয়ায় বাড়িতে শুধু বাবা আর দাদি ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাবার সঙ্গে শেষ কথা হয়। তখন তিনি বলেছিলেন কাজের মেয়ে রান্না করে দিয়ে গেছে এখন তোর দাদিকে নিয়ে খাব। এরপর সকালে হত্যার সংবাদ পেয়ে এসে দেখি বাবা ও দাদিকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। নিহতের শ্যালক আবদুল মান্নান রতন ও মানিকচাঁদ জানান, ‘হাজী আলতাফ হোসেন মুকুল একটি মসজিদ নির্মাণ করেন। এ মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এ ছাড়া গাড়াদহ নদ থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এ দুই কারণে হত্যাকা  ঘটেছে বলে আমরা মনে করছি।’ উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক জানান, ‘ধারণা করা হচ্ছে রাত ৯টার দিকে রাতের খাবার খাওয়া অবস্থায় হাজী আলতাফ হোসেনকে হত্যা করা হয়। এ হত্যাকা  দেখে ফেলায় তার বৃদ্ধ মাকে নৃশংসভাবে জবাই, হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডে র সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর