শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা
সংকট সমাধানের চেষ্টায় বিএনপি

ছাত্রদল বিক্ষুব্ধদের সঙ্গে দফায় দফায় বৈঠক

নিজস্ব প্রতিবেদক

অবশেষে ছাত্রদলের কমিটি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে বিএনপি। একটানা ১৫ দিন আন্দোলনের পর বিক্ষুব্ধ ছাত্রনেতাদের সঙ্গে দলটির সিনিয়র নেতারা আলোচনায় বসেছেন। আন্দোলনরত নেতা-কর্মীদের শর্ত হিসেবে সংগঠনের কাউন্সিলের কার্যক্রমও সাময়িক স্থগিত রাখা হয়েছে। বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠন, ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনঃতফসিলের দাবিতে আন্দোলন করে আসছিল বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা। গতকাল আন্দোলনকারী ছাত্রদলের নেতা-কর্মীদের আধিক্য এবং মারমুখী অবস্থানের কারণে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেন সার্চ কমিটির নেতারা। সকাল ১০টার দিকে প্রায় এক হাজার নেতা-কর্মী লাঠিসোঁটা, রড নিয়ে কাকরাইলের স্কাউট ভবনের সামনে অবস্থান নেন। অপরদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতা-কর্মীসহ যুবদল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মী, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তরের কিছু নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল অবস্থান করছিলেন। বিক্ষুব্ধ ছাত্রনেতাদের আক্রমণাত্মক মনোভাবের কারণে কার্যালয় ঘিরে সকাল থেকে এক ধরনের আতঙ্কও ছড়িয়ে পড়ে। রাতে বিএনপি নেতারা ৪৮ ঘণ্টা আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানান। এর মধ্যে বিষয়টি সুরাহা করবেন বলে বিক্ষুব্ধদের তারা আশ্বস্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর