শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

যশোরের পাথর ভাঙার মেশিন যাচ্ছে ভারতে

সাইফুল ইসলাম, যশোর

১৯৯২ সাল। যশোরের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবু মাত্র ১ হাজার ২০০ টাকায় শ্যালো মেশিনের পার্টস তৈরি করতেন। বিক্রি হতো ২ হাজার ৭০০ টাকায়। ২০০০ সালে ১৫ লাখ টাকায় শহরের রাজারহাটে গড়ে তোলেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। যেখানে তৈরি করেন স্টোন মিনি ক্রাশার, ইট ও পাথর ভাঙা মেশিন, ইস্পলার, প্রেসার পুলি, লাইনার স্লট প্লেট, পানির পাম্প, শ্যালো ইঞ্জিনের বিভিন্ন পার্টস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি যশোরের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবুকে। গড়ে তুলেছেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, রিপন মেটাল ইন্ডাস্ট্রিজ, পঞ্চগড়ের তেঁতুলিয়ার রাহেলা এগ্রো প্রোডাক্টস লিমিটেড, তেঁতুলিয়ার ভজনপুরের রিপন টি গার্ডেন এবং সিলেটের সাহেববাজারে রিপন ট্রেডার্স।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর