শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর চীন সফরে ৮ চুক্তি স্বাক্ষর হবে

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, চীনও চায়  রোহিঙ্গারা ফিরে যাক। বরং তারা রোহিঙ্গা সংকট সমাধানে তৃতীয় পক্ষের উপস্থিতি অথবা সম্পৃক্ততার বিরোধিতা করছে। চীন চায় বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝে আলোচনার মধ্য দিয়ে এ সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক। মিয়ানমারও বলছে তারা ফিরিয়ে নেবে। বাংলাদেশও চায় এই বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের স্বভূমে ফিরে যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন। দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করবেন। আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে বিভিন্ন ক্ষেত্রে আটটি চুক্তিও ও সমঝোতা স্মারক সই হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে প্রয়োজনের অতিরিক্ত কোনো ঋণ নিচ্ছে না বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর