শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

ওসমানীতে নামতে না পেরে ঢাকায় ফিরল বিমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৈরী আবহাওয়ার কারণে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশ বিমানের বিজি ৬০৫ ফ্লাইটটি। পরে ৭ ঘণ্টা পর পুনরায় ঢাকা থেকে যাত্রী নিয়ে সিলেটে আসে বিমানের উড়োজাহাজটি।

ওই ফ্লাইটের যাত্রী সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, ঢাকা থেকে বিমানের ৬০৫ ফ্লাইটটি গতকাল ভোর ৪টা ৪০মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৫টা ১০মিনিটে সিলেট এসে পৌঁছার কথা ছিল। কিন্তু প্রায় একঘণ্টা পর ৫টা ৪০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে ফ্লাইটটি   ছেড়ে  আসে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সিলেটে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করতে পারেনি। প্রায় ২০ মিনিট চেষ্টার পর উড়োজাহাজটি পুনরায় ঢাকায় ফিরে যায়। পরে বেলা ১১টা ৪০ মিনিটের সময় ঢাকা থেকে আবারও ছেড়ে এসে দুপুর ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি ওসমানীতে এসে অবতরণ করে। বৈরী আবহাওয়ায় ফ্লাইট বিড়ম্বনায় প্রায় ৭ ঘণ্টা যাত্রীদের বিমানবন্দরে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান অ্যাডভোকেট শামসুল।

সর্বশেষ খবর