শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ইলিশের দেশ বরিশালের মোকাম ইলিশশূন্য

রাহাত খান, বরিশাল

ইলিশের দেশ বরিশালের মোকাম ইলিশশূন্য

মৌসুমের এই সময়ে ইলিশে সয়লাব থাকার কথা দক্ষিণের ইলিশ মোকামগুলো। কিন্তু সাগরে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, বৃষ্টি না থাকাসহ তীব্র গরমের কারণে অভ্যন্তরীণ নদ-নদীতেও পাওয়া যাচ্ছে না কাক্সিক্ষত ইলিশ। এ অবস্থায় অনেকটা ইলিশ শূন্য বলা যায় বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামও। এ কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার ইলিশ শ্রমিক। এদিকে সাগর মোহনায় এবং অভ্যন্তরীণ নদীতে ধরা পড়া কিছু ইলিশ বাজারে এলেও দাম চড়া। যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে, বলছেন ক্রেতারা। তবে আগামী কয়েক দিন পর অভ্যন্তরীণ নদী এবং সাগরে প্রচুর ইলিশ ধরা পড়বে, আশা বরিশাল মৎস্য বিভাগের। অভ্যন্তরীণ নদ-নদী এবং সাগরে সারা বছরই কম-বেশি ইলিশ পাওয়া যায়। কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ ৪ মাস ইলিশের ভরা মৌসুম। মৌসুম শুরুর প্রাক্কালে প্রতিবছর এই সময় শত শত মন ইলিশে সয়লাব থাকত বরিশালের ইলিশ মোকাম। গভীর সমুদ্র এবং অভ্যন্তরীণ নদীতে শিকার করা ইলিশ নিয়ে ব্যস্ততম সময় কাটত পাইকার, আড়তদারসহ শ্রমিকদের। কিন্তু এ বছর ব্যতিক্রম। আড়তদার মো. নাসির উদ্দিন বলেন ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছ ধরতে পারছে না জেলেরা। পানি কম থাকায় অভ্যন্তরীণ নদীতেও মাছ আসছে না। এ কারণে অনেকটা ইলিশ শূন্য বরিশালের মোকাম। ইলিশ ব্যবসায়ী ও আড়তদাররা জানান, জাটকা শিকারে প্রতি বছর মৎস্য বিভাগের ৮ মাসের নিষেধাজ্ঞা রয়েছে।

 এ ছাড়া অভয়াশ্রমে মাছ শিকারে ২ মাসের এবং মা ইলিশের ডিম নিরাপদ প্রজননের জন্য ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। এর ওপর আবার নতুন করে সমুদ্রে মাছ শিকার ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণে জেলেরা সারা বছরই নিষেধাজ্ঞার কবলে পড়ে নদী-সাগরে মাছ শিকার করতে পারছে না। তাই মোকামগুলোতেও ইলিশের সরবরাহ শূন্যের কোঠায়। গত দুই দিন ধরে অভ্যন্তরীণ নদী এবং সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়া ৫০ থেকে ৬০ মণ ইলিশ এসেছে বরিশাল মোকামে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও ছিল বেশ চড়া। গতকাল বরিশালের মোকামে ৬০০ থেকে ৯০০ গ্রাম (এলসি) সাইজ প্রতিমণ ইলিশ ৪৪ হাজার, ১ কেজি সাইজের প্রতিমণ ৫৫ হাজার, ১ কেজি ২০০ গ্রাম সাইজ প্রতিমণ ৬৫ হাজার এবং ১ কেজি ৪০০ গ্রাম সাইজ প্রতিমণ ৮০ হাজার এবং দেড় কেজি সাইজের প্রতিমণ ইলিশ পাইকারি বিক্রি হয়েছে ৯০ থেকে ৯২ হাজার টাকায়। বরিশাল জেলা মৎস্য দফতরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, এমনিতেই তীব্র গরম, তার ওপর নদীতেও পানি কম। এ কারণে সাগরের মাছ নদীতে আসছে না। তাই জেলেদের জালেও ইলিশ ধরা পড়ছে না। তবে আগামী ২৩ জুলাই নিষেধাজ্ঞা শেষ হবে এবং বৃষ্টি হলে অভ্যন্তরীণ নদ-নদীতেও প্রচুর ইলিশ পড়বে।

সর্বশেষ খবর